কমিক্‌স সম্ভার — তিয়ুদাদ ~ ওয়াচমেন ~ ফ্যান্টম ~ টিনটিন ~ কুইক ও ফ্লাপকে ~ পেপি ~ ব্যাটম্যান ~ সুপারম্যান ~ হাল্ক ~ জেমস বন্ড ~ ডেথ নোট ~ মিলো মানারা ~ দ্য মমি ~ দ্য থিং ~ ব্লেয়ার উইচ ~ আগাথা ক্রিস্টি ~ এডগার অ্যালান পো

Wednesday, October 31, 2018

Jurassic Park by Michael Crichton (Translated in Bengali; Episode 05)

জুরাসিক পার্ক – মাইকেল ক্রিকটন (বাংলা অনুবাদ; পর্ব ৫)

দুজন কালো শ্রমিক ববির দিকে একটা খোঁড়া দেহ বয়ে নিয়ে আসছিল, একজন সাদা লোক ওদেরকে চিৎকার করে করে নির্দেশ দিচ্ছিল সাদা লোকটার লালচুলো মাথায় একটা বেসবল টুপি পরা যাতে হলুদ রঙের একটা স্টিকার রয়েছেববি ওদের কাছে দৌড়ে গেল, “এখানে কি কোনও ডাক্তার আছে?” লোকটা ওকে জিজ্ঞেস করল
“আমি ডক্টর কার্টার,” ও বললবৃষ্টির বড় বড় ফোঁটা ওর কাঁধ আর মাথায় আঘাত করার মতো করে ঝরে পড়ছেলালচুলো লোকটা ওর দিকে একটু ভ্রূকুটি করে তাকালববি একটা কাট-অফ জিনস্‌ (Cut-off Jeans) আর ট্যাঙ্ক টপ (Tank Top) পরে আছে ওর গলা থেকে একটা স্টেথোস্কোপ ঝুলছে, যার বেল*-টায় এর মধ্যেই এখানকার নোনা হাওয়ায় জং ধরে গেছে *[Bellস্টেথোস্কোপের যে অংশটি শরীরে ঠেকানো হয়]
“এড রেগিসআমাদের একটা লোক খুবই আহত হয়েছে, ডক্টর
“তাহলে সবচেয়ে ভাল হয় যদি আপনি ওঁকে স্যান জোস-এ (San Jos) নিয়ে যান,” ও বললস্যান জোস, এখানকার রাজধানী, এখান থেকে হেলিকপ্টার করে গেলে মাত্র মিনিট কুড়ির রাস্তা
“আমরা তাই যেতাম, কিন্তু এই ওয়েদারের মধ্যে ওই পাহাড়গুলো পেরিয়ে যাওয়া যাবে নাএখানেই আপনাকে ওর চিকিৎসা করতে হবে
ববি তাড়াতাড়ি পা চালিয়ে আহত লোকটার পাশে গেলএকটা বাচ্চা ছেলে, আঠেরোর বেশি বয়স হবে না ছেলেটার রক্তে ভেজা জামাটা তুলে দেখল একটা বড় ফালাফালা করা দাগ ছেলেটার কাঁধটাকে পুরো চিরে দিয়েছে, ওরকমই একটা দাগ পায়েও রয়েছে
“কী হয়েছে ওর?
“কনস্ট্র্যাকশন অ্যাক্সিডেন্ট,” এড চেঁচিয়ে বলল“পড়ে গিয়েছিলওর ওপর ব্যাকহো*-র কোপ পড়েছে *[Backhoeমাটি খোঁড়ার বড় মেশিন বা গাড়ি; সাধারণত আমরা এটিকে বুলডোজার নামে চিনি]
ছেলেটা অচেতন হয়ে রয়েছে, মুখটা বিবর্ণ হয়ে গিয়েছে, ওর সারা দেহটা থরথর করে কাঁপছে
ম্যানুয়েল ক্লিনিকের উজ্জ্বল সবুজ রঙের দরজাটার পাশে দাঁড়িয়ে হাত নাড়ছিলকালো লোকগুলো দেহটা নিয়ে এসে ঘরের মাঝখানের টেবিলটার উপরে শুইয়ে দিলম্যানুয়েল একটা ইন্ট্রাভেনাস* লাইন শুরু করে দিল, ববি লাইটটাকে ছেলেটার শরীরের উপরে ফেলে ওর ক্ষতস্থানগুলোকে পরীক্ষা করতে লাগল ক্ষতস্থানগুলোকে দেখে সঙ্গে সঙ্গেই সেগুলোকে ওর খুব একটা ভাল বলে মনে হল না এই ছেলেটা প্রায় নিশ্চিত ভাবে মরেই যাবে *[Intravenousশিরার মধ্যে দিয়ে চালিত]
একটা বড় কাটা দাগ ছেলেটার কাঁধ থেকে শরীরের মাঝ বরাবর চলে গেছেক্ষতের শেষপ্রান্তের মাংস পুরো কাপড় ছেড়ার মতো ফালাফালা হয়ে গেছেমাঝখানে কাঁধটা পুরো সরে গিয়েছে, হাড় বেরিয়ে এসেছেআরেকটা গভীর ক্ষত যেটা থাইয়ের যেখানে বেশি মাংস থাকে সেখান থেকে এমন ভাবে চিরে গেছে যে, থাইয়ের নীচের ধমনীর পালস্‌ যথেষ্ট স্পষ্ট ভাবে দেখতে পাওয়া যাচ্ছেববি প্রথমে ওকে দেখে ভেবেছিল ছেলেটার পা বুঝি কেটেই গেছে
“আমাকে আবার এই আঘাতগুলোর ব্যাপারে বলুন,” ববি বলল
“আমি দেখিনি,” এড বলল“ওরা বলছে যে মাটি খোঁড়ার বড় মেশিনটায় ওর এরকমটা হয়েছে
“কারণ এটা দেখে প্রায় মনে হচ্ছে যে ওকে ভারী কিছু দিয়ে বাড়ি মারা হয়েছে,” ববি ক্ষতটাকে পরীক্ষা করতে করতে বললঅন্য অনেক এমার্জেন্সি রুম ফিজিশিয়ানদের মতোই, ও ভাল করেই এত বছরে ওর দেখা রুগীদের পুঙ্খানুপুঙ্খ বিবরণ মনে করতে পারছিলও এর আগে দুটো ক্ষতবিক্ষত হওয়া বডি দেখেছিলপ্রথমটা ছিল দুবছর বয়সি একটি বাচ্চা যাকে একটা রটউইলার (Rottweiler) কুকুর কামড়েছিলআরেকজন ছিল সার্কাসে কাজ করা এক মাতাল যাকে একটা বেঙ্গল টাইগার আক্রমণ করেছিলওই দুজনের আঘাতের ধরন একই রকম ছিলদুটো আঘাতই দেখে মনে হয়েছিল যে, এগুলো জানোয়ারের আক্রমণের ফলেই হয়েছে
“বাড়ি মারা?” এড বলল“না, নাওটা মাটি খোঁড়ার মেশিনই ছিল, বিশ্বাস করুন” এড কথা বলার সময় ওর ঠোঁট চাটছিলখিটখিট করছিল, এমন করছিল যেন ও কিছু খারাপ কাজ করে ফেলেছেববি ভেবে পাচ্ছিল না ওর এরকম করার কারণটা কীওরা যদি রিসর্ট কনস্ট্র্যাকশনে‌ অনভিজ্ঞ স্থানীয় শ্রমিকদের দিয়েই কাজ করাতে থাকে, তাহলে তো সব সময়ই দুর্ঘটনা ঘটবে
ম্যানুয়েল বলল, “তুমি কি ক্ষতগুলোকে পরিষ্কার করতে চাও?
“হ্যাঁ,” ববি বলল“তোমার সেলাই করবার পর
ববি নীচের দিকে ঝুকে পড়ে আঙুলের ডগা দিয়ে ক্ষতগুলোকে পরীক্ষা করতে লাগলযদি একটা মাটি কাটার মেশিনই ওর এই অবস্থা করে থাকে, তাহলে ক্ষতগুলোর ভিতরে মাটি ঢুকে যাওয়ার কথাকিন্তু কোথাও কোনও মাটি নেই, শুধুমাত্র অল্প একটু পিচ্ছিল ফেনা লেগে রয়েছেআর ক্ষতগুলো থেকে একটা অদ্ভুত গন্ধ আসছে, একটা বিশ্রী পচা দুর্গন্ধ, মড়া পচা গন্ধ যেরকম হয় সেরকম গন্ধও এর আগে এরকম গন্ধ কখনও শোঁকেনি
ক্রমশ...
ব্যাকহো
রটউইলার

Tuesday, October 30, 2018

Jurassic Park by Micheal Crichton (Translated in Bengali; Episode 04)

জুরাসিক পার্ক – মাইকেল ক্রিকটন (বাংলা অনুবাদ; পর্ব ৪)

জুরাসিক পার্ক

মুখবন্ধ: র‍্যাপ্টরের কামড়

ট্রপিক্যাল রেইন* ক্লিনিক বিল্ডিঙটার ঢেউ খেলানো টিনের ছাদটার উপর হাতুড়ির বাড়ির মতো আছড়ে পড়ে সেটাকে পুরো ভিজিয়ে দিচ্ছে, বৃষ্টির জল যেন একটা জন্তুর মতো গর্জন করতে করতে মেটাল পাইপগুলো থেকে তীব্র ভাবে মাটিতে আছড়ে পড়ছে রবের্তা কার্টার একটা দীর্ঘশ্বাস ফেলে জানলার বাইরে তাকালক্লিনিক থেকে ও খুব কষ্ট করেই হালকা কুয়াশায় ঢেকে থাকা সৈকত আর তার পেছনে সমুদ্রটাকে দেখতে পারল যখন ও কোস্টা রিকা-র পশ্চিম উপকূলের বাহিয়া আনাস্কো-র (Bah¡a Anasco) জেলেদের এই গ্রামটায় দুমাসের জন্য এক জন ভিজিটিং ফিজিশিয়ান হয়ে এসেছিল, তখন কিন্তু এটা আশা করতে পারেনিশিকাগোর মাইকেল রীজ-এ (Michael Reese) এমার্জেন্সি মেডিসিনের রেসিডেন্সিতে দুটো অবসাদে ভরা বছর কাটানোর পর ববি কার্টার ভেবেছিল যে, এ বার রোদ ঝলমলে আর আরামের দিন আসবে *[Tropical rain—গ্রীষ্মমণ্ডল বা ক্রান্তীয় অঞ্চলের বৃষ্টি]
ও বাহিয়া আনাস্কোতে তিন সপ্তাহ হয়ে গেল এসেছেআর এখানে প্রায় প্রত্যেকদিনই বৃষ্টি হচ্ছে
সব কিছুই ঠিকঠাক ছিলবাহিয়া আনাস্কোর নির্জনতা আর এখানকার লোকেদের বন্ধুত্বপূর্ণ স্বভাব দুটোই ওর ভাল লেগে গিয়েছিলকোস্টা রিকা-য় পৃথিবীর সব থেকে কুড়িটি ভাল মেডিকেল সিস্টেমের মধ্যে একটি সিস্টেম রয়েছে, এমনকী এই উপকূলবর্তী অজ পাড়াগাঁয়েওএই ক্লিনিকটার রক্ষণাবেক্ষণ বেশ ভালই, সমস্ত ওষুধপত্রও পাওয়া যায়এখানকার প্যারামেডিক (Paramedic), ম্যানুয়েল অ্যারাগোন বেশ বুদ্ধিদীপ্ত আর ভাল প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেববি শিকাগোতে যে রকম প্র্যাকটিস করেছিল তাতে এখানকার মেডিসিন লেভেলের সমকক্ষ হয়ে প্র্যাকটিস করার মতো ক্ষমতা ওর রয়েছে
কিন্তু এই বৃষ্টি! এই অবিরাম, অবিশ্রান্ত বৃষ্টি !
এক্সজ্যামিন্‌ রুমের বাইরে ম্যানুয়েল ওর মাথাটাকে হেলিয়ে দাঁড়িয়েছিল“শোনো,” ও বলে উঠল
“বিশ্বাস করো, আমি ওটা ঠিকই শুনতে পেয়েছি,” ববি বলল
“নাশোনো
এ বার ববি শুনতে পেল, বৃষ্টির মধ্যে থেকে আর একটা শব্দ আসছে, একটা গভীর মেঘের ডাকের মতো যেটা পরিষ্কার ভাবে শুনতে পাওয়ার আগেই মিলিয়ে যাচ্ছে: যত ক্ষণ না বোঝা গেল ওটা একটা হেলিকপ্টারের আওয়াজ ও ভাবল ওদের এই রকম আবহাওয়ায় কোনও মতেই হেলিকপ্টার করে বাইরে বেড়ানোটা উচিত হয়নি
কিন্তু আওয়াজটা হয়েই যাচ্ছিল, আর তার পরেই হেলিকপ্টারটা সমুদ্রের উপরের কুয়াশা ভেদ করে বেরিয়ে এল, মনে হল যেন একেবারে ওদের মাথার উপরে চক্কর কাটতে লাগলববি দেখল হেলিকপ্টারটা এক বার সমুদ্রে রাখা জেলেদের নৌকাগুলোর দিকে তার পরে আবার নড়বড়ে কাঠের ডেকটার দিকে ফিরে গেল, তার পরে আবার সৈকতের দিকটায় উড়ে গেল
হেলিকপ্টারটা নামার জন্য একটা জায়গা খুঁজছে
একটা বড়-পেটওয়ালা সিকোরস্কাই (Sikorsky) হেলিকপ্টার যার গায়ে একটা নীল রঙের ডোরাকাটায় বড় বড় করে লেখা “ইনজেন কনস্ট্র্যাকশন” এই কনস্ট্র্যাকশন কোম্পানিটা উপকূলবর্তী একটা দ্বীপে একটা রিসর্ট তৈরি করছেওই রিসর্টটা সাধারণের দৃষ্টি আকর্ষক আর খুবই জটিল ধরনের হবে বলে শোনা যাচ্ছে; এখানকার অনেক স্থানীয় লোকই ওখানে কাজ করছে, কাজ শুরু হয়েছে তা-ও প্রায় দুবছরের বেশি হতে চললববি মনে মনে ভাবল রিসর্টটা সুইমিং পুল আর টেনিস কোর্টওয়ালা আমেরিকান রিসর্টগুলোর মতোই হবে, যেখানে অতিথিরা প্রাত্যহিক জীবনের সাথে সমস্ত যোগাযোগ ভুলে খেলাধুলো আর ডাইক্যুইরি* পান করাতে মেতে থাকতে পারবে *[Daiquiri—এক ধরনের পানীয়]
ববি ভাবছিল ওই দ্বীপে এমন কী জরুরী ঘটনা ঘটেছে যাতে ওদেরকে এই আবহাওয়ার মধ্যেও হেলিকপ্টার উড়িয়ে নিয়ে আসতে হলজানলার কাচ থেকে ও দেখল পাইলট সৈকতটার ভেজা বালির উপরে হেলিকপ্টারটা দাঁড় করাতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেহেলিকপ্টারটা থেকে ইউনিফর্ম পরা কতগুলো লোক লাফ দিয়ে নেমে দৌড়ে গিয়ে পাশের বড় দরজাটা খুলে দিলববি স্প্যানিশ ভাষায় কতগুলো প্রচণ্ড চিৎকার শুনতে পেল ম্যানুয়েল ওকে কনুই দিয়ে একটা ঠেলা দিল
ওরা এক জন ডাক্তারকে ডাকছিল
ক্রমশ...

Jurassic Park by Micheal Crichton (Translated in Bengali; Episode 03)

জুরাসিক পার্ক – মাইকেল ক্রিকটন (বাংলা অনুবাদ; পর্ব ৩)

যেটি আজকের দিনে বিখ্যাত হয়ে ওঠা একটি মিটিং-এর সময় যে মিটিং-এ ছিলেন রবার্ট স্যানসন, যিনি এক জন ভেঞ্চার ক্যাপিটালিস্ট, এসেছিলেন হারবার্ট বোয়ার, যিনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক জন বায়োকেমিস্ট ওই দুজন বোয়ারের জিন-স্প্লিসিং টেকনিক-কে কাজে লাগাতে একটি কমার্শিয়াল কোম্পানি খোলার ব্যাপারে একমত হয়েছিলেন তাঁদের নতুন কোম্পানি, জেনেনটেক (Genentech), খুব তাড়াতাড়িই জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর উপরে কাজ করা নতুন কোম্পানিগুলোর মধ্যে সব চেয়ে বড় আর সব চেয়ে সফল হয়ে উঠেছিল [Venture capitalist—যে পুঁজিপতি ঝুঁকি নিতে ভয় পায় না, Biochemist—জীব রসায়নবিদ, Gene-splicing technique—জিনের গঠন দড়ির মতো প্যাঁচালো করার পদ্ধতি]
হঠাৎই দেখা গেল যে, সবাই বড়লোক হতে চাইছেপ্রায় প্রতি সপ্তাহেই নতুন নতুন কোম্পানি খোলার কথা ঘোষণা হতে লাগল, আর এই সুযোগটাই আমাদের বিজ্ঞানী বন্ধুরা জেনেটিক রিসার্চ করতে কাজে লাগালেন১৯৮৬ সালের মধ্যে, ন্যাশনাল অ্যাকাডেমির ৬৪ জন বিজ্ঞানীদের ধরে অন্তত ৩৬২ জন বিজ্ঞানী, বায়োটেক ফার্মগুলির অ্যাডভাইসরি* বোর্ডগুলির পদাধিকারী হলেন এই সংখ্যাটা হল তাঁদের, যারা ভিন্ন ভিন্ন সময়ে মহান মহান সব নিরপেক্ষ অবস্থান বা পরামর্শ বজায় রেখেছিলেন *[Advisory—উপদেষ্টা]
এটা খুবই জোর দিয়ে বলা দরকার যে, এই পরিবর্তনের উচ্চতাটা কতটা অর্থপূর্ণ ছিলঅতীতে, প্রকৃত বিজ্ঞানীরা ব্যবসা জিনিসটাকে এমন নজরে দেখতেন যার একটাই মানে হয়, ‘ব্যবসা গরিবকে অবজ্ঞা করে এবং বড়লোকের পা চাটে’ তাঁরা টাকার পিছনে ছোটার নেশাটাকে এক মনিষীসুলভ অনাগ্রহের চোখে দেখতেন, মনে করতেন এ জিনিসটা শুধুমাত্র দোকানদারদেরই মানায়আর এমনকী প্রবঞ্চনাতে ভর্তি বেল (Bell) বা আইবিএম (IBM) ল্যাবে ইন্ডাস্ট্রির জন্য যে গবেষণা করতেন, সেগুলো শুধুমাত্র তাদের জন্য, যারা ইউনিভার্সিটির অ্যাপয়েন্টমেন্ট পেত নাএই রকম ভাবে প্রকৃত বিজ্ঞানীদের উচ্চতা ভিত্তিগত ভাবে ব্যবহারিক বিজ্ঞানীদের থেকে একটু সমালোচনাকরই ছিল, এবং অবশ্যই ইন্ডাস্ট্রিগুলোর ক্ষেত্রেও এই ব্যাপারটা খাটেতাদের দীর্ঘকালীন বিরোধিতা ইউনিভার্সিটির বিজ্ঞানীদের ইন্ডাস্ট্রির বেড়াজালের দূষণ থেকে দূরে সরিয়ে রাখত আর যখনই টেকনোলজিক্যাল* ব্যাপারস্যাপার নিয়ে বিতর্ক উঠত, নিরপেক্ষ স্বার্থহীন বিজ্ঞানীদের সেই সমস্যা নিয়ে উচ্চস্তরে আলোচনা করার জন্য সব সময় দেখতে পাওয়া যেত *[Technological—প্রযুক্তিগত]
কিন্তু এই কথাটা আজকের দিনে আর সত্যি হয়ে নেইআজকের দিনে খুবই অল্প সংখ্যক গবেষক আর কিছু মলিকিউলার বায়োলজিস্ট* রয়েছেন যাদের বাণিজ্যিক আসক্তি নেইপুরনো দিন চলে গিয়েছেজেনেটিক রিসার্চ এখনও চলছে, আগের থেকে আরও প্রচণ্ড গতিতে চলছেকিন্তু সেটা হচ্ছে খুবই গোপনীয় ভাবে, তাড়াহুড়ো করে, আর করা হচ্ছে ব্যবসায়িক লাভের কথা ভেবে *[Molecular biologist—আণবিক জীববিদ]

এই বাণিজ্যিক আবহাওয়ার মধ্যে, সম্ভবত এটা বাদ দেওয়া যায় না যে, একটা কোম্পানি পালো আল্টো-র (Palo Alto) ইন্টারন্যাশনাল জেনেটিক টেকনোলজিস্‌ ইনকর্পোরেটেড-এর মতোই উচ্চাকাঙ্ক্ষী হবে, বেশ মাথাচাড়া দিয়ে উঠবেসাথে সাথে এটাও খুব অবাক করার মতো খবর হবে না এর ফলে যে জেনেটিক ক্রাইসিস* তৈরি হচ্ছে সেটা কিন্তু কোথাও রিপোর্ট করা হয় নাযত দূর জানা যায়, ইনজেনের গবেষণাও বেশ গোপনীয় ভাবেই হয়েছিল; আসল ঘটনাটা মধ্য আমেরিকার একেবারে একটি অজ পাড়াগাঁয়ের মতো জায়গায় ঘটেছিল; আর সেখানে খুব বেশি হলে জনা কুড়ি লোক ছিল যারা চোখের সামনে ব্যাপারটা ঘটতে দেখেছিলঅবশ্য তাদের মধ্যে, হাতেগোনা কয়েক জনই মাত্র বাঁচতে পেরেছিল *[Genetic crisis—সৃষ্টি সংকট]
এমনকী একদম শেষে, যখন ইন্টারন্যাশনাল জেনেটিক টেকনোলজিস্‌ ১৯৮৯ সালের ৫ই অক্টোবর স্যান ফ্রান্সিস্কোর সুপেরিয়র কোর্টে চ্যাপ্টার ১১-য় নিরাপত্তার জন্য কেস দাখিল করল, সেখানে চোখে পড়ার মতো সংবাদমাধ্যমের কম উপস্থিতি ছিলব্যাপারটা যেন খুবই সাধারণ একটা ঘটনা এ রকম ভাবে প্রকাশ করা হয়েছিল: ইনজেন সেই বছরের আমেরিকার তিন নম্বর স্বল্পমেয়াদি বায়োইঞ্জিনিয়ারিং কোম্পানি ছিল যেটি আগের অন্য আরও দুটি কোম্পানির মতো মুখ থুবড়ে পড়ে, আর তৈরি হওয়া থেকে ধরলে অর্থাৎ ১৯৮৬ থেকে ধরলে সাত নম্বর সেই সময় কোর্টের অনেক ডকুমেন্ট-ই জনসমক্ষে চলে আসছিল, যে রকম ক্রেডিটর-রা হল জাপানি ইনভেস্টমেন্ট কন্সোরিটা, যে রকম হামাগুরি আর ডেনসাকা, এমন এমন কোম্পানি যারা প্রথাগত ভাবে পাবলিসিটি এড়িয়ে চলেঅপ্রয়োজনীয় সত্য প্রকাশ হয়ে যাওয়া আটকাতে, ‘ক্যোয়ান, স্যওয়েন অ্যান্ড র‍্যস’-এর ড্যানিয়েল র‍্য, ইনজেনের পরামর্শদাতা, জাপানি ইনভেস্টরদের হয়ে প্রতিনিধিত্ব করত আর কোস্টা রিকা-(Costa Rica) ভাইস কন্সাল-এর কিছু মাত্রায় করা অস্বাভাবিক আবেদন-নিবেদন বন্ধ দরজার পেছনেই শোনা হয়েছিল এই রকম ভাবে এটাও খুব আশ্চর্যের কিছু বলে মনে হয়নি, যখন এক মাসের মধ্যেই, ইনজেনের সমস্যাগুলোর চুপচাপ ভাবে আর আপস করে মীমাংসা হয়ে গিয়েছিল [Creditor—যারা টাকা ধার দেয়, Consorita—এমন একটি ইনভেস্টমেন্ট কোম্পানি যাদের একসাথে অনেক ধরনের ব্যবসা থাকে, Vice consul—সহকারী বাণিজ্যদূত]
এই মীমাংসায় থাকা বাদী-বিবাদী দুই পক্ষই, যাদের মধ্যে অ্যাডভাইসদের বিশিষ্ট সায়েন্টিফিক বোর্ডও ছিল, একটি গোপন এগ্রিমেন্টে সই করেছিল আর তার সাথে এই প্রতিজ্ঞাও করা হয়েছিল যে, কী ঘটেছিল সে ব্যাপারে বাইরের লোকের কাছে কেউ মুখ খুলবে নাকিন্তু শোনা যাচ্ছে “ইনজেন-এর ঘটনা”-র সাক্ষী থাকা অনেক লোকই ওই চুক্তিপত্রটায় সই করেনি, আর তারা কোস্টা রিকা-র পশ্চিম উপকূল থেকে বহু দূরের একটি দ্বীপে ১৯৮৯ সালের আগস্ট মাসের সেই দুদিনের অসাধারণ ঘটনাটির কথা জনসমক্ষে আনতে চায় বলে জানা গেছে
ক্রমশ...

Sunday, October 28, 2018

Jurassic Park by Micheal Crichton (Translated in Bengali; Episode 02)

জুরাসিক পার্ক – মাইকেল ক্রিকটন (বাংলা অনুবাদ; পর্ব ২)

এক, এর প্রশস্ত ভিত্তিআমেরিকা লস অ্যালামোস-এর (Los Alamos) একটি রিসার্চ ইন্সটিটিউশনের গবেষণার মাধ্যমে পারমাণবিক যুগে প্রবেশ করেছিলএক ডজনেরও বেশি কোম্পানির কঠোর প্রচেষ্টায় এই মহাদেশটি কম্পিউটার যুগে প্রবেশ করেছিলকিন্তু এখন শুধু আমেরিকাতেই দুহাজারেরও বেশি ল্যাবরেটরিতে বায়োটেকনোলজি রিসার্চ হয়এই টেকনোলজির উপরে পাঁচশোটি প্রতিষ্ঠান বছরে পাঁচশো কোটি ডলার খরচা করে থাকে
দুই, বেশিরভাগ গবেষণাগুলোই হয় হঠকারীতে ভরা নয় তুচ্ছ হয়ে থাকে যে রকম, গবেষণা করে প্যেলার ট্রাউট-কে জলস্রোতের মধ্যে পরিষ্কার দেখতে পাওয়া, আজেবাজে জিনিস ফেলানোর জন্য চৌকো ধরনের গাছের গুঁড়ি ব্যবহার করা, এমন এক ধরনের ইনজেক্টেব্‌ল্‌ সেন্ট সেল বানানো যাতে আপনি সব সময় আপনার পছন্দের পারফিউমের গন্ধ শুঁকতে পারেন এগুলো দেখেশুনে হয়তো হাসি-ঠাট্টার ব্যাপার বলে মনে হতে পারে, কিন্তু আসলে তা নয় প্রকৃতপক্ষে সত্যিটা হল যে, বায়োটেকনোলজি এমন একটা ব্যাপার যাকে শিল্প জগতের প্রথাগত বিষয়, ফ্যাশন জগতের কল্পনার মধ্যেও প্রয়োগ করা যায়যেমন, কসমেটিক্স আর ল্যেইশিওর অ্যাক্টিভিটিস্‌ এই নতুন শক্তিশালী টেকনোলজির খামখেয়ালী ব্যবহার সম্বন্ধে প্রচণ্ড সজাগ থাকা উচিত [Paler trout—এক ধরনের ট্রাউট মাছ, Injectable scent cell—ইনজেকশনের মাধ্যমে শরীরে স্থাপন করা যাবে এ রকম এক ধরনের সুগন্ধী কোষ, Cosmetics—প্রসাধনী, Leisure activities—অবসর সময় কাটানোর জিনিস]
তিন, বায়োটেকনোলজি ব্যাপারটির উপর কোনও নিয়ন্ত্রণ নেইকেউ এটির তত্ত্বাবধান করে নাকোনও ফেডেরাল্‌ ল্য একে নিয়ন্ত্রণ করে নাআমেরিকা বা সারা পৃথিবীর কোথাও একে আটকানোর জন্য কোনও সুসঙ্গত গভর্নমেন্ট পলিসি নেই আর তার কারণ হল বায়োটেকনোলজির প্রোডাক্টের পরিধি ওষুধ থেকে শুরু করে কৃষি-ফসল হয়ে কৃত্রিম বরফ অবধি ছড়িয়ে রয়েছেতাই একে আটকানোর জন্য কোনও ইন্টেলিজেন্ট পলিসি তৈরি করাটা বেশ শক্ত একটা ব্যাপার [Federal law—যুক্তরাষ্ট্রীয় আইন, Government policy—সরকারি কৌশল বা আইন, Intelligent policy—বুদ্ধিদীপ্ত কৌশল বা আইন]
কিন্তু সব থেকে পীড়াদায়ক সত্যিটা হল যে, এই কর্মকাণ্ডের মধ্যে বিজ্ঞানীদের ব্যক্তিগত উদ্যোগ থেকে নিজেদের মধ্যে মোতায়েন করা কোনও নজরদারকেও খুঁজে পাওয়া যাবে নাএটা একটা খুবই লক্ষণীয় ব্যাপার যে, প্রায় প্রত্যেক বিজ্ঞানী যারা জেনেটিক্স রিসার্চ* করে থাকেন তাঁরা কিন্তু এর সাথে সাথে বায়োটেকনোলজিকে পণ্যে রূপান্তরিত করার ব্যাপারটার মধ্যেও নিজেকে জড়িয়ে ফেলেনএই দুটো ব্যাপারকে আলাদা করার জন্য কোনও পর্যবেক্ষক নেই সবাইকেই যেন খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে *[Genetics research—সৃষ্টি সম্বন্ধীয় গবেষণা]

মলিকিউলার বায়োলজি*-কে বাণিজ্যিক পণ্যে পরিণত করার ঘটনাটি বিজ্ঞানের ইতিহাসে সব চেয়ে অবাক করা একটি নৈতিক ঘটনা, আর ব্যাপারটা বিস্ময়কর গতিতে ঘটেছে চারশো বছর আগে গ্যালেলিওর সময় থেকে, বিজ্ঞান সব সময়ই মুক্ত এবং খোলামেলা এক জিজ্ঞাসা হিসেবে প্রকৃতির কর্মকাণ্ডের ভিতর দিয়ে এগিয়ে চলেছে বিজ্ঞানীরা সব সময়েই দেশের জাতীয় সীমারেখাকে অগ্রাহ্য করে এসেছেন, নিজেদেরকে রাজনীতি এমনকী যুদ্ধেরও ক্ষণস্থায়ী উদ্বিগ্নতার উপরে নিয়ে গেছেনবিজ্ঞানীরা সব সময়েই গবেষণার গোপনীয়তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এসেছেন এমনকী তাঁদের আবিষ্কারের উপরে পেটেন্টের সিলমোহর লাগানোর অভিপ্রায়ের কথা শুনে, নিজেদেরকে সমস্ত মানবজাতির হিতের হয়ে কাজ করতে দেখেও ভ্রূকুটি করে উঠেছেন আর অনেক পুরুষ ধরেই, বিজ্ঞানীদের আবিষ্কারগুলোর মধ্যে প্রকৃতপক্ষেই এক অদ্ভুত নিঃস্বার্থ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় *[Molecular biology—আণবিক জীববিদ্যা]
যখন, ১৯৫৩ সালে ইংল্যান্ডের দুই তরুণ গবেষক, জেমস ওয়াটসন (James Watson) আর ফ্রান্সিস ক্রিক (Francis Crick), ডিএনএ-র সাংকেতিক গঠনের অর্থ উদ্ধার করল, তাদের কাজকে এই জগতকে বৈজ্ঞানিক উপায়ে বুঝতে পারার এক শতাব্দী-প্রাচীন খোঁজকে, মানবাত্মাকে শোভাযাত্রা করে মুক্তি দেওয়ার মতো একটি বিরাট ব্যাপার বলে গণ্য করা হয়েছিল দৃঢ় ভাবে বিশ্বাস করা হয়েছিল যে, তাদের এই আবিষ্কার মানবজাতির মহান হিতের কাজে নিঃস্বার্থ ভাবে রাস্তা দেখাবে
যদিও সেটা হয়নি তিরিশ বছর পরে, ওয়াটসন আর ক্রিকের প্রায় সমস্ত বিজ্ঞানী সহকর্মীরা সম্পূর্ণরূপে আরও অন্যান্য কর্মোদ্যোগে জড়িয়ে পড়লেনমলিকিউলার জেনেটিক্স-এর উপরে করা গবেষণা একটি বিশাল আকার ধারণ করল, শত শত কোটি ডলারের কমার্শিয়াল আণ্ডারটেকিং তৈরি হল, আর এর সূত্রপাতের সময় ১৯৫৩ সাল না ধরে ১৯৭৬ সালের এপ্রিল মাসটাকে ধরা যেতে পারে [Molecular genetics—আণবিক সুপ্রজনন বিদ্যা, Commercial undertaking—বাণিজ্যিক উদ্যোগ]
ক্রমশ...

Jurassic Park by Michael Crichton (Translated in Bengali)

জুরাসিক পার্ক - মাইকেল ক্রিকটন (বাংলা অনুবাদ) পর্ব ১

মাইকেল ক্রিকটন
(ভাষান্তর এবং সম্পাদনা – দেবাশীষ কর্মকার)

"Reptiles are abhorrent because of their cold body, pale color, cartilaginous skeleton, filthy skin, fierce aspect, calculating eye, offensive smell, harsh voice, squalid habitation, and terrible venom; wherefore their Creator has not exerted his powers to make many of them." (সরীসৃপদের ঠাণ্ডা শরীর, দেহের বিবর্ণ রং, তরুণাস্থিতুল্য অস্থিসমূহ, গা গুলিয়ে দেওয়ার মতো চামড়া, হিংস্র আকৃতি, সতর্ক চোখ, কটু গন্ধ, কর্কশ স্বর, নোংরা বাসস্থান, আর ভয়ংকর বিষের কারণে জঘন্য ঘৃণ্য দেখতে লাগে; যে কারণে তাদের সৃষ্টিকর্তা তাদের মতো অসংখ্যকে সৃষ্টি করতে তাঁর শক্তিকে প্রয়োগ করেননি)
LINNAEUS, 1797 (লিনায়েউস, ১৭৯৭)

"You cannot recall a new form of life." (তুমি জীবনের এক নতুন আকৃতি ফিরিয়ে আনতে পারো না।
                                                  ERWIN CHARGAFF, 1972 (আরউইন চ্যারগাফ, ১৯৭২)

অনুবাদকের কথা

ছোটবেলায় প্রথম সিনেমা হলে গিয়ে যে সিনেমাটা দেখেছিলাম সেটা স্টিভেন স্পিলবার্গ পরিচালিত 'জুরাসিক পার্ক।' শুধু আমাকে কেন, সিনেমাটা আট থেকে আশি সব বয়সিদের অভিভূত করে দিয়েছিল এবং এখনও করেএর পর আমার সাথে দুটো ঘটনা ঘটে এক, আমি বিদেশি সিনেমা (মূলত হলিউড) আর বিদেশি সাহিত্যের (মূলত কল্পকাহিনী) অনুরাগী হয়ে পড়ি যদিও এর আগে টিনটিন, অ্যাসটেরিক্স, অরণ্যদেব, ম্যানড্রেকদের সাথে পরিচিতি ছিল, কিন্তু সেগুলো কমিক্‌স, গল্প বা উপন্যাস নয় দুই, এই উপন্যাসের দুটি চরিত্র টিম আর গ্রান্টের মতো এক ডাইনোসর-পাগল হয়ে উঠি তার পর যখন যেখানে ডাইনোসরদের সম্বন্ধে যা দেখেছি যা শুনেছি সেগুলো গোগ্রাসে গিলেছি একটু বড় হওয়ার পর জানতে পারলাম 'জুরাসিক পার্ক' সিনেমাটি মাইকেল ক্রিকটন রচিত একই নামের একটি উপন্যাস থেকে তৈরি হয়েছে (যদিও সিনেমাটির টাইটেল কার্ডে সেটি উল্লেখ করা রয়েছে, কিন্তু ওই বয়সে কে-ই বা টাইটেল কার্ড দেখে) সঙ্গে সঙ্গে উপন্যাসটি সংগ্রহ করতে উঠেপড়ে লেগে যাইতখনই লক্ষ্য করি উপন্যাসটির কোনও বাংলা অনুবাদ নেই, এর আগে অনেক বিদেশি সাহিত্যের বাংলা অনুবাদ পড়েছি, কিন্তু এটির বাংলা অনুবাদটি কোথাও খুঁজে পেলাম না (অবশ্য আমার অনুসন্ধানে খামতি থাকতে পারে) এর পরেই উপন্যাসটির বাংলা অনুবাদ করার ভাবনা মাথায় আসে। শুধুমাত্র নিজের তাগিদে, স্টিভেন স্পিলবার্গের এক জন অন্ধভক্ত হিসেবে (এই অনুবাদটির ছবিগুলি ওঁরই পরিচালিত 'জুরাসিক পার্ক' ও 'দ্য লস্ট ওয়ার্ল্ড: জুরাসিক পার্ক' সিনেমা থেকে নেওয়া হয়েছে; অবশ্য একদম শেষের ডাইনোসর এবং অন্যান্য জীবজন্তু, উদ্ভিদ, যানবাহন ও বস্তুর ছবিগুলি বাদে) এবং লৌকিকতা করে বললে মাইকেল ক্রিকটনকে শ্রদ্ধার্ঘ্য হিসেবে, এই উপন্যাসটির বাংলা অনুবাদ করলাম উপরোক্ত উক্তি দুটির মূল এবং বাংলা অনুবাদ দুটি রূপই দেওয়া হল, উপন্যাসটি যেহেতু বিদেশি সে-জন্য এতে কিছু কিছু শব্দের বাংলা উচ্চারণ সঠিক না হতে পারে ভেবে সেগুলির মূল ইংরেজী শব্দগুলিরও উল্লেখ করেছি (কয়েকটি স্প্যানিশ ও ফরাসি শব্দও রয়েছে) বেশ কিছু শব্দের বাংলা অর্থের জন্য আমাকে অভিধানের সহায়তা নিতে হয়েছে, তবুও বলব যদি কোনও শব্দের অর্থ, উচ্চারণ বা অন্য যে কোনও কিছুর ক্ষেত্রে মূল উপন্যাসটির সঙ্গে এই অনুবাদটিতে কোনও ভুলত্রুটি বা পরিবর্তন লক্ষ্য করা যায়, সেগুলি সম্পূর্ণরূপে অনিচ্ছাকৃত, সেগুলিকে ক্ষমার্হ দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছি
-------------------------------------------------------------------------------------------------------------------
ভূমিকা:ইনজেন-এর ঘটনা

বিগত বিংশ শতাব্দী এক আশ্চর্যজনক সামঞ্জস্যের সায়েন্টিফিক গোল্ড রাশ-এর সাক্ষী থেকেছে: যা হল জেনেটিক ইঞ্জিনিয়ারিং-কে হঠকারী হয়ে এবং প্রচণ্ড দ্রুত গতিতে বাণিজ্যিক পণ্যে পরিণত করাএই বিপজ্জনক উদ্যোগটি বাইরের লোকের কাছে খুবই অল্প প্রচার করে বেশ দ্রুত ভাবেই করা হয়েছে এই জানিয়ে যে, সকলের এর মাত্রা ও তাৎপর্য বোঝার মতো ক্ষমতা নেই[Scientific—বিজ্ঞানসম্মত, Gold rush—নতুন আবিষ্কৃত সোনার খনিতে ভর্তি এমন জায়গার দিকে সোনা শিকারিদের ছুটে যাওয়া, Genetic engineering—সৃষ্টি সম্বন্ধীয় যন্ত্রবিজ্ঞান]
মানবজাতির ইতিহাসে বায়োটেকনোলজি* বেশ কয়েকটি মহান বৈপ্লবিক ঘটনার পূর্বাভাস দিয়েছেএই দশকের শেষে, এই টেকনোলজি আমাদের দৈনন্দিন জীবনে পারমাণবিক শক্তি আর কম্পিউটারের প্রভাবকে সবেগে পাল্লা দিয়ে এগিয়ে নিয়ে যাবেএক পর্যবেক্ষকের কথায়, “বায়োটেকনোলজি মানবজীবনের প্রত্যেকটি দিককে বদলে দিতে চলেছে: আমাদের মেডিকেল কেয়ার, আমাদের খাবার, আমাদের স্বাস্থ্য, আমাদের বিনোদন, এমনকী আমাদের শরীরকেও একই জিনিসের পুনরাবৃত্তি আর কখনওই হবে নাএটা আক্ষরিক অর্থেই এই গ্রহের চেহারা বদলে দিতে চলেছে *[Biotechnology—জীব সম্পর্কিত প্রযুক্তিবিদ্যা]
কিন্তু বায়োটেকনোলজি বিপ্লবকে অতীতের বৈজ্ঞানিক পরিবর্তনগুলোর থেকে তিনটে গুরুত্বপূর্ণ ভিন্নমতে গণ্য করা হয়
ক্রমশ...