কমিক্‌স সম্ভার — তিয়ুদাদ ~ ওয়াচমেন ~ ফ্যান্টম ~ টিনটিন ~ কুইক ও ফ্লাপকে ~ পেপি ~ ব্যাটম্যান ~ সুপারম্যান ~ হাল্ক ~ জেমস বন্ড ~ ডেথ নোট ~ মিলো মানারা ~ দ্য মমি ~ দ্য থিং ~ ব্লেয়ার উইচ ~ আগাথা ক্রিস্টি ~ এডগার অ্যালান পো

Tuesday, October 30, 2018

Jurassic Park by Micheal Crichton (Translated in Bengali; Episode 04)

জুরাসিক পার্ক – মাইকেল ক্রিকটন (বাংলা অনুবাদ; পর্ব ৪)

জুরাসিক পার্ক

মুখবন্ধ: র‍্যাপ্টরের কামড়

ট্রপিক্যাল রেইন* ক্লিনিক বিল্ডিঙটার ঢেউ খেলানো টিনের ছাদটার উপর হাতুড়ির বাড়ির মতো আছড়ে পড়ে সেটাকে পুরো ভিজিয়ে দিচ্ছে, বৃষ্টির জল যেন একটা জন্তুর মতো গর্জন করতে করতে মেটাল পাইপগুলো থেকে তীব্র ভাবে মাটিতে আছড়ে পড়ছে রবের্তা কার্টার একটা দীর্ঘশ্বাস ফেলে জানলার বাইরে তাকালক্লিনিক থেকে ও খুব কষ্ট করেই হালকা কুয়াশায় ঢেকে থাকা সৈকত আর তার পেছনে সমুদ্রটাকে দেখতে পারল যখন ও কোস্টা রিকা-র পশ্চিম উপকূলের বাহিয়া আনাস্কো-র (Bah¡a Anasco) জেলেদের এই গ্রামটায় দুমাসের জন্য এক জন ভিজিটিং ফিজিশিয়ান হয়ে এসেছিল, তখন কিন্তু এটা আশা করতে পারেনিশিকাগোর মাইকেল রীজ-এ (Michael Reese) এমার্জেন্সি মেডিসিনের রেসিডেন্সিতে দুটো অবসাদে ভরা বছর কাটানোর পর ববি কার্টার ভেবেছিল যে, এ বার রোদ ঝলমলে আর আরামের দিন আসবে *[Tropical rain—গ্রীষ্মমণ্ডল বা ক্রান্তীয় অঞ্চলের বৃষ্টি]
ও বাহিয়া আনাস্কোতে তিন সপ্তাহ হয়ে গেল এসেছেআর এখানে প্রায় প্রত্যেকদিনই বৃষ্টি হচ্ছে
সব কিছুই ঠিকঠাক ছিলবাহিয়া আনাস্কোর নির্জনতা আর এখানকার লোকেদের বন্ধুত্বপূর্ণ স্বভাব দুটোই ওর ভাল লেগে গিয়েছিলকোস্টা রিকা-য় পৃথিবীর সব থেকে কুড়িটি ভাল মেডিকেল সিস্টেমের মধ্যে একটি সিস্টেম রয়েছে, এমনকী এই উপকূলবর্তী অজ পাড়াগাঁয়েওএই ক্লিনিকটার রক্ষণাবেক্ষণ বেশ ভালই, সমস্ত ওষুধপত্রও পাওয়া যায়এখানকার প্যারামেডিক (Paramedic), ম্যানুয়েল অ্যারাগোন বেশ বুদ্ধিদীপ্ত আর ভাল প্রশিক্ষণপ্রাপ্ত ছেলেববি শিকাগোতে যে রকম প্র্যাকটিস করেছিল তাতে এখানকার মেডিসিন লেভেলের সমকক্ষ হয়ে প্র্যাকটিস করার মতো ক্ষমতা ওর রয়েছে
কিন্তু এই বৃষ্টি! এই অবিরাম, অবিশ্রান্ত বৃষ্টি !
এক্সজ্যামিন্‌ রুমের বাইরে ম্যানুয়েল ওর মাথাটাকে হেলিয়ে দাঁড়িয়েছিল“শোনো,” ও বলে উঠল
“বিশ্বাস করো, আমি ওটা ঠিকই শুনতে পেয়েছি,” ববি বলল
“নাশোনো
এ বার ববি শুনতে পেল, বৃষ্টির মধ্যে থেকে আর একটা শব্দ আসছে, একটা গভীর মেঘের ডাকের মতো যেটা পরিষ্কার ভাবে শুনতে পাওয়ার আগেই মিলিয়ে যাচ্ছে: যত ক্ষণ না বোঝা গেল ওটা একটা হেলিকপ্টারের আওয়াজ ও ভাবল ওদের এই রকম আবহাওয়ায় কোনও মতেই হেলিকপ্টার করে বাইরে বেড়ানোটা উচিত হয়নি
কিন্তু আওয়াজটা হয়েই যাচ্ছিল, আর তার পরেই হেলিকপ্টারটা সমুদ্রের উপরের কুয়াশা ভেদ করে বেরিয়ে এল, মনে হল যেন একেবারে ওদের মাথার উপরে চক্কর কাটতে লাগলববি দেখল হেলিকপ্টারটা এক বার সমুদ্রে রাখা জেলেদের নৌকাগুলোর দিকে তার পরে আবার নড়বড়ে কাঠের ডেকটার দিকে ফিরে গেল, তার পরে আবার সৈকতের দিকটায় উড়ে গেল
হেলিকপ্টারটা নামার জন্য একটা জায়গা খুঁজছে
একটা বড়-পেটওয়ালা সিকোরস্কাই (Sikorsky) হেলিকপ্টার যার গায়ে একটা নীল রঙের ডোরাকাটায় বড় বড় করে লেখা “ইনজেন কনস্ট্র্যাকশন” এই কনস্ট্র্যাকশন কোম্পানিটা উপকূলবর্তী একটা দ্বীপে একটা রিসর্ট তৈরি করছেওই রিসর্টটা সাধারণের দৃষ্টি আকর্ষক আর খুবই জটিল ধরনের হবে বলে শোনা যাচ্ছে; এখানকার অনেক স্থানীয় লোকই ওখানে কাজ করছে, কাজ শুরু হয়েছে তা-ও প্রায় দুবছরের বেশি হতে চললববি মনে মনে ভাবল রিসর্টটা সুইমিং পুল আর টেনিস কোর্টওয়ালা আমেরিকান রিসর্টগুলোর মতোই হবে, যেখানে অতিথিরা প্রাত্যহিক জীবনের সাথে সমস্ত যোগাযোগ ভুলে খেলাধুলো আর ডাইক্যুইরি* পান করাতে মেতে থাকতে পারবে *[Daiquiri—এক ধরনের পানীয়]
ববি ভাবছিল ওই দ্বীপে এমন কী জরুরী ঘটনা ঘটেছে যাতে ওদেরকে এই আবহাওয়ার মধ্যেও হেলিকপ্টার উড়িয়ে নিয়ে আসতে হলজানলার কাচ থেকে ও দেখল পাইলট সৈকতটার ভেজা বালির উপরে হেলিকপ্টারটা দাঁড় করাতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেহেলিকপ্টারটা থেকে ইউনিফর্ম পরা কতগুলো লোক লাফ দিয়ে নেমে দৌড়ে গিয়ে পাশের বড় দরজাটা খুলে দিলববি স্প্যানিশ ভাষায় কতগুলো প্রচণ্ড চিৎকার শুনতে পেল ম্যানুয়েল ওকে কনুই দিয়ে একটা ঠেলা দিল
ওরা এক জন ডাক্তারকে ডাকছিল
ক্রমশ...

No comments:

Post a Comment