কমিক্‌স সম্ভার — তিয়ুদাদ ~ ওয়াচমেন ~ ফ্যান্টম ~ টিনটিন ~ কুইক ও ফ্লাপকে ~ পেপি ~ ব্যাটম্যান ~ সুপারম্যান ~ হাল্ক ~ জেমস বন্ড ~ ডেথ নোট ~ মিলো মানারা ~ দ্য মমি ~ দ্য থিং ~ ব্লেয়ার উইচ ~ আগাথা ক্রিস্টি ~ এডগার অ্যালান পো

Wednesday, September 19, 2018

Congo Deshe Tintin (Black & White) - Hergé

কঙ্গো দেশে টিনটিন (সাদাকালো সংস্করণ) - হার্জ

টিনটিন অ্য কঙ্গো (Tintin au Congo), ১৯৩০ সালের ৫ই জুন থেকে ব্রাসেল্‌সের খবরের কাগজ ল্যে ভ্যাঁতিয়েম সিকেল-এর (Le Vingtième Siècle) শিশুদের বিভাগ ল্যে প্যেতি ভ্যাঁতিয়েম-এ (Le Petit Vingtième) এক বছর ধরে ধারাবাহিক ভাবে প্রথম প্রকাশিত হয়। ১৯৩১ সালে এই কমিক্‌সটি ল্যেস এডিশন্‌স দ্যু প্যেতি ভ্যাঁতিয়েম (Les Editions du Petit Vingtième) এবং কয়েক মাস পরে এডিশন্‌স কাস্টারমান অফ তুর্নাই (Editions Casterman of Tournai) থেকে বই আকারে প্রকাশিত হয়। এই কমিক্‌সটি বর্তমানে বাংলায় প্রকাশিত কঙ্গোয় টিনটিন-এর একটি পূর্ব সংস্করণ।

ওঁর কঙ্গোর বেলজিয়াম-দেশীয় অঙ্কন-বর্ণনায়, যুবক হার্জের সেই সময়ের ঔপনিবেশিক মনোভাবই প্রতিফলিত হয়েছে। উনি নিজে স্বীকার করেছিলেন যে, উনি ওনার আফ্রিকার অধিবাসীদের সেই সময়কার উত্তরাধিকারী সূত্রে পাওয়া বাঁধা-ধরা মধ্যবিত্ত মনোবৃত্তি অনুযায়ীই সযত্নে অঙ্কন করেছেন। কমিক্‌সটিতে উল্লেখিত খেলাচ্ছলে অবলীলায় শিকার করা আর জন্তুজানোয়ারের প্রতি ওঁর মনোভাব হয়তো সেই কথারই প্রমাণ দেয়।

এখান থেকে সংগ্রহ করুন