কমিক্‌স সম্ভার — তিয়ুদাদ ~ ওয়াচমেন ~ ফ্যান্টম ~ টিনটিন ~ কুইক ও ফ্লাপকে ~ পেপি ~ ব্যাটম্যান ~ সুপারম্যান ~ হাল্ক ~ জেমস বন্ড ~ ডেথ নোট ~ মিলো মানারা ~ দ্য মমি ~ দ্য থিং ~ ব্লেয়ার উইচ ~ আগাথা ক্রিস্টি ~ এডগার অ্যালান পো

Sunday, October 28, 2018

Jurassic Park by Micheal Crichton (Translated in Bengali; Episode 02)

জুরাসিক পার্ক – মাইকেল ক্রিকটন (বাংলা অনুবাদ; পর্ব ২)

এক, এর প্রশস্ত ভিত্তিআমেরিকা লস অ্যালামোস-এর (Los Alamos) একটি রিসার্চ ইন্সটিটিউশনের গবেষণার মাধ্যমে পারমাণবিক যুগে প্রবেশ করেছিলএক ডজনেরও বেশি কোম্পানির কঠোর প্রচেষ্টায় এই মহাদেশটি কম্পিউটার যুগে প্রবেশ করেছিলকিন্তু এখন শুধু আমেরিকাতেই দুহাজারেরও বেশি ল্যাবরেটরিতে বায়োটেকনোলজি রিসার্চ হয়এই টেকনোলজির উপরে পাঁচশোটি প্রতিষ্ঠান বছরে পাঁচশো কোটি ডলার খরচা করে থাকে
দুই, বেশিরভাগ গবেষণাগুলোই হয় হঠকারীতে ভরা নয় তুচ্ছ হয়ে থাকে যে রকম, গবেষণা করে প্যেলার ট্রাউট-কে জলস্রোতের মধ্যে পরিষ্কার দেখতে পাওয়া, আজেবাজে জিনিস ফেলানোর জন্য চৌকো ধরনের গাছের গুঁড়ি ব্যবহার করা, এমন এক ধরনের ইনজেক্টেব্‌ল্‌ সেন্ট সেল বানানো যাতে আপনি সব সময় আপনার পছন্দের পারফিউমের গন্ধ শুঁকতে পারেন এগুলো দেখেশুনে হয়তো হাসি-ঠাট্টার ব্যাপার বলে মনে হতে পারে, কিন্তু আসলে তা নয় প্রকৃতপক্ষে সত্যিটা হল যে, বায়োটেকনোলজি এমন একটা ব্যাপার যাকে শিল্প জগতের প্রথাগত বিষয়, ফ্যাশন জগতের কল্পনার মধ্যেও প্রয়োগ করা যায়যেমন, কসমেটিক্স আর ল্যেইশিওর অ্যাক্টিভিটিস্‌ এই নতুন শক্তিশালী টেকনোলজির খামখেয়ালী ব্যবহার সম্বন্ধে প্রচণ্ড সজাগ থাকা উচিত [Paler trout—এক ধরনের ট্রাউট মাছ, Injectable scent cell—ইনজেকশনের মাধ্যমে শরীরে স্থাপন করা যাবে এ রকম এক ধরনের সুগন্ধী কোষ, Cosmetics—প্রসাধনী, Leisure activities—অবসর সময় কাটানোর জিনিস]
তিন, বায়োটেকনোলজি ব্যাপারটির উপর কোনও নিয়ন্ত্রণ নেইকেউ এটির তত্ত্বাবধান করে নাকোনও ফেডেরাল্‌ ল্য একে নিয়ন্ত্রণ করে নাআমেরিকা বা সারা পৃথিবীর কোথাও একে আটকানোর জন্য কোনও সুসঙ্গত গভর্নমেন্ট পলিসি নেই আর তার কারণ হল বায়োটেকনোলজির প্রোডাক্টের পরিধি ওষুধ থেকে শুরু করে কৃষি-ফসল হয়ে কৃত্রিম বরফ অবধি ছড়িয়ে রয়েছেতাই একে আটকানোর জন্য কোনও ইন্টেলিজেন্ট পলিসি তৈরি করাটা বেশ শক্ত একটা ব্যাপার [Federal law—যুক্তরাষ্ট্রীয় আইন, Government policy—সরকারি কৌশল বা আইন, Intelligent policy—বুদ্ধিদীপ্ত কৌশল বা আইন]
কিন্তু সব থেকে পীড়াদায়ক সত্যিটা হল যে, এই কর্মকাণ্ডের মধ্যে বিজ্ঞানীদের ব্যক্তিগত উদ্যোগ থেকে নিজেদের মধ্যে মোতায়েন করা কোনও নজরদারকেও খুঁজে পাওয়া যাবে নাএটা একটা খুবই লক্ষণীয় ব্যাপার যে, প্রায় প্রত্যেক বিজ্ঞানী যারা জেনেটিক্স রিসার্চ* করে থাকেন তাঁরা কিন্তু এর সাথে সাথে বায়োটেকনোলজিকে পণ্যে রূপান্তরিত করার ব্যাপারটার মধ্যেও নিজেকে জড়িয়ে ফেলেনএই দুটো ব্যাপারকে আলাদা করার জন্য কোনও পর্যবেক্ষক নেই সবাইকেই যেন খুঁটি দিয়ে বেঁধে রাখা হয়েছে *[Genetics research—সৃষ্টি সম্বন্ধীয় গবেষণা]

মলিকিউলার বায়োলজি*-কে বাণিজ্যিক পণ্যে পরিণত করার ঘটনাটি বিজ্ঞানের ইতিহাসে সব চেয়ে অবাক করা একটি নৈতিক ঘটনা, আর ব্যাপারটা বিস্ময়কর গতিতে ঘটেছে চারশো বছর আগে গ্যালেলিওর সময় থেকে, বিজ্ঞান সব সময়ই মুক্ত এবং খোলামেলা এক জিজ্ঞাসা হিসেবে প্রকৃতির কর্মকাণ্ডের ভিতর দিয়ে এগিয়ে চলেছে বিজ্ঞানীরা সব সময়েই দেশের জাতীয় সীমারেখাকে অগ্রাহ্য করে এসেছেন, নিজেদেরকে রাজনীতি এমনকী যুদ্ধেরও ক্ষণস্থায়ী উদ্বিগ্নতার উপরে নিয়ে গেছেনবিজ্ঞানীরা সব সময়েই গবেষণার গোপনীয়তার বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করে এসেছেন এমনকী তাঁদের আবিষ্কারের উপরে পেটেন্টের সিলমোহর লাগানোর অভিপ্রায়ের কথা শুনে, নিজেদেরকে সমস্ত মানবজাতির হিতের হয়ে কাজ করতে দেখেও ভ্রূকুটি করে উঠেছেন আর অনেক পুরুষ ধরেই, বিজ্ঞানীদের আবিষ্কারগুলোর মধ্যে প্রকৃতপক্ষেই এক অদ্ভুত নিঃস্বার্থ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় *[Molecular biology—আণবিক জীববিদ্যা]
যখন, ১৯৫৩ সালে ইংল্যান্ডের দুই তরুণ গবেষক, জেমস ওয়াটসন (James Watson) আর ফ্রান্সিস ক্রিক (Francis Crick), ডিএনএ-র সাংকেতিক গঠনের অর্থ উদ্ধার করল, তাদের কাজকে এই জগতকে বৈজ্ঞানিক উপায়ে বুঝতে পারার এক শতাব্দী-প্রাচীন খোঁজকে, মানবাত্মাকে শোভাযাত্রা করে মুক্তি দেওয়ার মতো একটি বিরাট ব্যাপার বলে গণ্য করা হয়েছিল দৃঢ় ভাবে বিশ্বাস করা হয়েছিল যে, তাদের এই আবিষ্কার মানবজাতির মহান হিতের কাজে নিঃস্বার্থ ভাবে রাস্তা দেখাবে
যদিও সেটা হয়নি তিরিশ বছর পরে, ওয়াটসন আর ক্রিকের প্রায় সমস্ত বিজ্ঞানী সহকর্মীরা সম্পূর্ণরূপে আরও অন্যান্য কর্মোদ্যোগে জড়িয়ে পড়লেনমলিকিউলার জেনেটিক্স-এর উপরে করা গবেষণা একটি বিশাল আকার ধারণ করল, শত শত কোটি ডলারের কমার্শিয়াল আণ্ডারটেকিং তৈরি হল, আর এর সূত্রপাতের সময় ১৯৫৩ সাল না ধরে ১৯৭৬ সালের এপ্রিল মাসটাকে ধরা যেতে পারে [Molecular genetics—আণবিক সুপ্রজনন বিদ্যা, Commercial undertaking—বাণিজ্যিক উদ্যোগ]
ক্রমশ...

No comments:

Post a Comment