প্যান্ডোরার চোখ (সম্পূর্ণ কমিক্স)
মিলো মানারা, যাঁরা এঁর নামের সাথে পরিচিত, তাঁরা জানেন মিলো মানারা ‘কী’ নিয়ে বেশি কাজ করেন। পছন্দ-অপচন্দ রুচি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, মিলো মানারার কাজ নিয়ে অনেকেই হয়তো নাক সিটকাবেন, কিন্তু এটা স্বীকার করতেই হবে ভদ্রলোকের আঁকার হাত দারুণ, অসাধারণ আঁকিয়ে উনি! শুধুমাত্র সে-কারণেই আজ মিলো মানারার একটা কাজে হাত দিতে পেরেছি, উনি যে বিষয় নিয়ে বেশি কাজ করেন, তার সামান্য কিছু ছোঁয়া এই কমিক্সটিতেও রয়েছে, তবে সেটা অনেকাংশেই কম। তাই সাহস করে এ-কাজটায় হাত দিয়েই ফেললাম। তবে একটা কথা আগেই বলে দিই, এই কমিক্সটি কিন্তু সম্পূর্ণরূপে প্রাপ্তবয়স্কদের জন্য— যৌনতা হয়তো নেই, কিন্তু নগ্নতা রয়েছে, হিংস্রতা রয়েছে, আরও কিছু চোরাগোপ্তা অনুভূতি রয়েছে, অতএব এটি একেবারেই বাচ্চাদের জন্য নয়। এবার সাম্প্রতিক দুয়েকটা ব্যাপার নিয়ে একটু কথা বলে নিই, গুগল প্লাস বন্ধ হয়ে গেছে, অতএব শেয়ার করার একটা বিকল্প বন্ধ হয়ে গেছে বলা যায়, আর এবার থেকে পাঠকদের সুবিধের জন্য পিডিএফের সাথে সাথে সিবিআর/সিবিজি ফর্ম্যাটেও কমিক্স দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। ব্যক্তিগত ভাবে আমি নিজে সিবিআর/সিবিজি ফর্ম্যাটে কমিক্স পড়তে বেশি পছন্দ করি, আমার নিজেরও বিশ্বাস আপনারা যদি একবার সিবিআরে কমিক্স পড়েন তাহলে আর পিডিএফে কমিক্স পড়বেন না, তবে সিবিআরে ফাইল সাইজটা পিডিএফের তুলনায় অনেকটাই বেশি হয়, কিন্তু ওই যে কথায় আছে না, যত গুঁড় তত মিষ্টি! কমিক্সটি কেমন লাগল জানাবেন, ভাল থাকবেন!
এখান থেকে সংগ্রহ করুন (সিবিআর ফর্ম্যাট)
এখান থেকে সংগ্রহ করুন (পিডিএফ ফর্ম্যাট)
ধন্যবাদ।
ReplyDeleteধন্যবাদ আপনাকে পাশে থাকার জন্য!
ReplyDeleteনতুন কমিকস কোথায়?
ReplyDeleteআসবে, কমিক্স অনুবাদ বেশ সময়সাপেক্ষ একটা ব্যাপার, একটু ধৈর্য ধরুন, হতাশ হবেন না এটুকু বলতে পারি। ধন্যবাদ, ভাল থাকবেন, পাশে থাকবেন!
DeleteThanks
DeleteThanxs for this.
ReplyDeleteYou're most welcome!
Delete