ডেথ নোট: ১ম খণ্ড, পর্ব ১ — একঘেয়েমি
মাঙ্গা কী, খায় না মাথায় দেয়???!!
মাঙ্গা, সোজা কথায় জাপানের কমিক্স। জাপানে (শুধু কি জাপানে?)
প্রচণ্ড জনপ্রিয় এই মাঙ্গা। তবে আজকে মাঙ্গার ইতিহাসের ঝাঁপি খুলে বসব না (এমনিতেও
ইতিহাসের নাম শুনলে গায়ে জ্বর আসে!)। বুঝতেই হয়তো পারছেন আজ আপনাদের কাছে একটি মাঙ্গা
নিয়ে উপস্থিত হয়েছি। মাঙ্গা নিয়ে অনেকেরই কিছু কিছু ছুঁৎমার্গ আছে (কমিক্স
নিয়েই-বা কার নেই?!), “এগুলো বাচ্চাদের জিনিস, ওই গোল গোল চোখ, ছোট ছোট মুখ, বড় বড়
হাঁ, কোনটা ছেলে কোনটা মেয়ে কিছুই বোঝা যায় না, সবারই একইরকম মুখ, একইরকম লম্বা
লম্বা চুল, ইত্যাদি, ইত্যাদি...”। তাই আজ এমন একটি মাঙ্গা নিয়ে উপস্থিত হয়েছি যেটা
স্টার্টার হিসেবে অসাধারণ, আসলে অপছন্দের জিনিসগুলো ভাল কিছু দিয়ে শুরু না করলে আগ্রহটা
মনে হয় জন্মায় না (তবে একটি সাবধানবাণী আছে—হয়তো এটা পড়ার পর আপনাদের অন্য আর কোনও
মাঙ্গা ভালই লাগল না, হয়তো বাকিগুলো কেমন নীরস লাগবে এর কাছে!)। আজ্ঞে হ্যাঁ, ঠিকই
ধরেছেন, ‘ডেথ নোট’-এর (কাহিনি - সুগুমি ওহোবা, ছবি - তাকেশি ওবাতা) কথাই বলা হচ্ছে (জানি অনেকেই অ্যানিমে সিরিজটা দেখে ফেলেছেন,
যাঁরা দেখেছেন তাঁরা জানেন ‘ডেথ নোট’ কী জিনিস! আর যারা দেখেননি তাঁরা...)। যাইহোক
‘ডেথ নোট’ কী জিনিস সেটা মাঙ্গাটা পড়েই না জানুন না হয় (নিজের কোনও মতামত দেব না)। এবার মাঙ্গার কিছু
টেকনিক্যাল ব্যাপারস্যাপার একটু বলে দিই, মাঙ্গা কিন্তু পড়তে হয় ডানদিক থেকে
বাঁদিকে। আমি বা আপনারা, যারা এতদিন ইউরোপীয়, আমেরেকীয়(?!), ভারতীয় কমিক্সগুলো
পড়েছি, আমাদের কাছে ব্যাপারটা হয়তো একটু উল্টো লাগবে। তবে একবার ব্যাপারটা মানিয়ে
নিতে পারলে হতাশ হবেন না মনে হয়। কীভাবে মাঙ্গা পড়বেন তার জন্য উপরে একটি ছবিতে
নির্দেশ দেওয়া রয়েছে (আর আপনাদের সুবিধার্থে এই মাঙ্গাটির প্যানেলগুলোর মধ্যেও নম্বর দেওয়া আছে)। তবে আর কী, গোগ্রাসে পড়তে শুরু করে দিন। আর হ্যাঁ,
টীকাটিপ্পনী কাটতে ভুলবেন না যেন!
This comment has been removed by the author.
ReplyDelete