একটি(!) কৈফিয়ত পোস্ট!
কমিক্স
বটে, আবার কমিক্সও নয়!
আজ
আপনাদের কাছে কতগুলি ঘ্যানঘ্যানানির ঝাঁপি নিয়ে এসেছি (ভয় নেই, কোনও অভিযোগ অনুযোগ
করব না!), তবে শুরুতে একটা কথা বলে নিই— বিধিসম্মত সতর্কীকরণ: ‘গুছগাছ’ করে
লেখার অভ্যেস নেই, অতঃপর... প্রথম কৈফিয়ত, কমিক্সের ব্লগে উপন্যাস কেন? মনে হয়
উপন্যাসটির প্রথম পোস্টেই সেটা বলা হয়েছিল, আবারও সংক্ষেপে বলছি, লোভ সামলাতে
পারিনি (লোভে পাপ, পাপে মৃত্যু!)! দ্বিতীয় কৈফিয়ত, আমাদের উদ্দেশ্যটা কী? বাংলায়
এমন কিছু কমিক্স উপস্থাপনা করা যেগুলো বাংলায় আগে হয়নি (দাঁড়ান, দাঁড়ান, জানি
বলবেন এই ব্লগে এমন অনেক কমিক্স আছে যেগুলো আগে বাংলায় হয়ে গেছে), আসলে যেটা বলতে
চাইছি সেটা হল যেগুলো অন্তর্জাল দুনিয়ায় নেই (থাকতেও পারে, বেসরকারি টিকটিকিগিরিতে
খামতি থাকতেই পারে!)। প্রঃ- এবার অনেকেই হয়তো বলবেন উৎপাতগুলো (আপনারা খুব ভাল
করেই জানেন এমন ধরনের কাজে কোন কোন উৎপাতের সম্মুখীন হতে হয়, সেগুলো উল্লেখ করে আর
নিজের উপর আকাশ ভেঙে পড়াতে চাই না!) সামলাবেন কী করে? উঃ- যেমন ভাবে সবাই সামলায়।
এবার আসল কথায় আসি, তো এরকম একটা উদ্যোগে ভুল যে হবে না তা কি আবার হয় নাকি? আমারও
হয়েছে, ব্যাটম্যানের একটি কমিক্স ‘জেসি জেমসের প্রত্যাবর্তন (Original – Jesse
James Rides Again!)’ দু’টো পাতা হয়েই বন্ধ হয়ে গিয়েছিল। আমার এক
শুভাকাঙ্ক্ষী Mr walker (আমি ওঁকে এই নামেই সম্বোধিত করব,
অন্তর্জাল দুনিয়া যখন ‘অন্তর্জালিক’ নামটাই চলুক না হয়) একটি ব্যাপারের প্রতি
দৃষ্টি আকর্ষণ করান, ওঁর ব্লগসমূহ (অজ্ঞতার জন্য আগেই কান
মুলছি)— বাংলা অমর চিত্র কথা / Bangla Amar Chitra Katha (https://ackbangla.blogspot.com) দ্য রিটার্ন অফ ইন্দ্রজাল কমিক্স!!! / The Return ofIndrajal Comics!!! (https://walkerindrajal.blogspot.com) এবং বাংলা কমিক্সের আড্ডাঘর (https://vintagebengalicomics.blogspot.com)। এবার, ব্যাপারটি হল যে, আনন্দমেলা পত্রিকায় জেসি জেমস-টা নাকি
প্রকাশিত হয়ে গেছে (কবে কখন কোথায়, সব বিস্তারিত জানতে পারবেন), সর্বনাশের মাথায়
বাড়ি (মানে বুঝতে পারছেন তো, ঠিক কী বলতে চাইছি?! / ঠিক সেদিনই ব্লগ সম্পর্কিত আরেকটি
সমস্যার সম্মুখীন হতে হয়েছিল যা প্রায় টানা দিন পনেরো কুড়ি ধরে চলেছিল, সমবেদনা
প্রাপ্তির জন্য সেটার কথা আর উল্লেখ করলাম না; মানে কথায় আছে না, উপরওয়ালা যখন দেন
তখন ছপ্পর ফুঁড়েই দেন!), একটা বড়সড় কেলেঙ্কারির হাত থেকে Mr walker আমাকে বাঁচিয়ে দেন বলা চলে। প্রশংসা করলে যদি তোষামোদি হয় তাই সেটা আর
করছি না। ভদ্রলোক যে কোন লেভেলের সেটা যাঁরা ওঁকে চেনেন তাঁরা জানেন, যাঁরা চেনেন
না, জানেন না তাঁদেরকে একটু সময় নিয়ে বাংলা কমিক্সের প্রতি ওঁর অবদানগুলো চাক্ষুষ
করার অনুরোধ করছি। আর, আনন্দমেলায় যে ব্যাটম্যান কোনও দিন প্রকাশিত হয়েছে সেটাই
জানতাম না (আসলে ওই পত্রিকাটিতে দু’টি এমন চরিত্রের উপস্থিতি ছিল যাতে অন্যকিছু আর
নজরে পড়ত না— টিনটিন এবং অরণ্যদেব; আর আমার নলেজের কথা উল্লেখ করে আর লোক হাসিয়ে
কাজ নেই!), তো সেই ‘ভুলের মাশুল’ হিসেবে Original English ও
আনন্দমেলায় প্রকাশিত বাংলা অনুবাদটি (এটির স্ক্যান কপি আমাকে দিয়েছেন Mr
walker; বলেছিলাম না ‘কবে কখন কোথায়’ সব বিস্তারিত জানতে পারবেন,
এবং এটিও বুঝতে পারবেন অধ্যবসায় কাকে বলে!) এবং এই অধমের ebongcomics-এর অনুবাদীয় সংস্করণটি (অসম্পূর্ণ!) একসাথে দেওয়া হল। যাইহোক, অনেক কথা
বলে ফেললাম, আজ এখানেই শেষ করছি (শেষ কর, নাহলে লোকে মারবে এবার!), ভাল থাকবেন!
No comments:
Post a Comment