কমিক্‌স সম্ভার — তিয়ুদাদ ~ ওয়াচমেন ~ ফ্যান্টম ~ টিনটিন ~ কুইক ও ফ্লাপকে ~ পেপি ~ ব্যাটম্যান ~ সুপারম্যান ~ হাল্ক ~ জেমস বন্ড ~ ডেথ নোট ~ মিলো মানারা ~ দ্য মমি ~ দ্য থিং ~ ব্লেয়ার উইচ ~ আগাথা ক্রিস্টি ~ এডগার অ্যালান পো

Sunday, October 7, 2018

And Then There Were None by Agatha Christie


বিশ্ববিখ্যাত লেখিকা আগাথা ক্রিস্টির সাথে বইপোকারা কমবেশি সকলেই পরিচিত। তাঁরই লেখা সর্বকালের সবথেকে বেশি বিক্রি হওয়া রহস্য উপন্যাস অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নান’, কমিক্‌স (এটিকে অবশ্য গ্রাফিক নভেল বলা হয়) রূপটির বাংলা রূপান্তর করার প্রয়াস করা হল। ১৯৩৯ সালে প্রথমে এটি টেন লিটল নিগারসনামে প্রকাশিত হয়। পরে ১৯৪০ সালে এটিকে অ্যান্ড দেন দেয়ার ওয়্যার নাননামে প্রকাশিত করা হয়। বেশ কয়েকটি সিনেমা (যার মধ্যে উল্লেখযোগ্য ১৯৬৫ সালের বলিউডের গুমনামসিনেমাটি), মঞ্চ এবং বেতারনাট্য, টেলিভিশন সিরিজ এই জনপ্রিয় উপন্যাসটি থেকে হয়েছে। বর্তমান সংস্করণটির চিত্রনাট্যকার ফ্রাঁসোয়া রিভেয়ার (François Rivière) এবং এঁকেছেন ফ্রাঙ্ক লেকলার্ক (Frank Leclercq)। ভাষান্তর, অক্ষরবিন্যাস এবং সম্পাদনা— দেবাশীষ কর্মকার।


এখান থেকে সংগ্রহ করুন (সিবিআর ফর্ম্যাট)

এখান থেকে সংগ্রহ করুন (পিডিএফ ফর্ম্যাট)

2 comments:

  1. Hello, is it permissible to make a audiobook of this comic in my YouTube channel?

    ReplyDelete
    Replies
    1. আগে আপনার পরিচয় প্রকাশ করুন, তারপর না-হয় বাকি কথা হবে, কেমন? ধন্যবাদ!

      Delete