কমিক্‌স সম্ভার — তিয়ুদাদ ~ ওয়াচমেন ~ ফ্যান্টম ~ টিনটিন ~ কুইক ও ফ্লাপকে ~ পেপি ~ ব্যাটম্যান ~ সুপারম্যান ~ হাল্ক ~ জেমস বন্ড ~ ডেথ নোট ~ মিলো মানারা ~ দ্য মমি ~ দ্য থিং ~ ব্লেয়ার উইচ ~ আগাথা ক্রিস্টি ~ এডগার অ্যালান পো

Monday, December 31, 2018

Year Ending Post: Newspaper Comics; MARVEL+DC = Together?

বর্ষশেষের পোস্ট: নিউজপেপার কমিক্‌স; মার্ভেল+ডিসি = একসাথে(?!)

সম্প্রতি একটি কমিক্‌স আর্টিকেলে পড়েছিলাম, কোথায় কী নাম সেটা মনে নেই, কিন্তু আর্টিকেলের একটা কথা এখনও খুব ভাল ভাবে মনে আছে, মোটামুটি মানেটা এই দাঁড়ায়—হাতেগরম খবরের ‘কাগজের’ দিন নাকি শেষ (এখন ডিজিটাল নিউজ-পেপারের যুগ), অতএব তাতে নিয়মিত প্রকাশিত হওয়া কমিক্‌সেরও দিন শেষ! কথাটা বোধহয় খুব একটা ভুল নয় (নিউজ-পেপারের কথা জানি না, তবে...), একটা সময় মাতামাতি হওয়া একটি ধারায় হঠাৎ ঠিক কোন জায়গাটায় ভাঁটা পড়ল, একটু ভাল করে ভেবে দেখলেই বোঝা যাবে দোষটা আমাদেরই, আজ্ঞে হ্যাঁ, নিখাদ কমিক্‌স-প্রেমী, চালশে, প্রচণ্ড নস্টালজিয়ায় ভোগা আর হাতেগোনা ক’জন ছাড়া কমিক্‌স নিয়ে কেউ আর ‘সেরকম’ মাতামাতি করে না (‘এসব’ বাচ্চাদের জিনিস)! অনেককেই বলতে শোনা যায় “ছোটবেলায় টিফিনের পয়সা বাঁচিয়ে চাচা চৌধুরী, স্বপন কুমার ইত্যাদি, ইত্যাদি কিনতাম, লুকিয়ে লুকিয়ে পড়তাম; খবরের কাগজ থেকে কমিক্‌স কেটে কেটে স্ক্র্যাপবুক বানিয়েছিলাম, কোথায় হারিয়ে গেছে কে জানে; আজকালকার বাচ্চারা কি আর এসব বুঝবে, আহা রে সেই সব দিন...!”— ব্যস, ওই পর্যন্তই! মনে হয় উপস্থাপনায় কোথাও কিছু ভুল আছে, ‘আজকালকার’ বাচ্চারা (মায় বুড়োরাও) তো মার্ভেল ডিসি’র সিনেমা হাঁ করে গেলে, তাহলে তাদের কমিক্‌স গেলানো যাচ্ছে না কেন (কমিক্‌সগুলো না পড়লেও সবারই সিনেমাগুলো তো দেখা হয়ে গেছে)?! বিতর্কসভা খুলে নিজস্ব মতামত দিতে বসিনি অবশ্য (যদিও আপনাদের মতামত জানতে পারলে ভাল লাগত), আসলে আর্টিকেলের ওই কথাটা খুব খোঁচা দিয়েছিল। যাকগে, মোদ্দা কথায় আসা যাক, ওই আর্টিকেলেরই পাল্টা কলার তুলে, হাতা গুটিয়ে চ্যালেঞ্জ নেওয়া বলা যেতে পারে (দেখা যাক খবরের কাগজের কমিক্‌সের সত্যিই দিন শেষ হয়েছে কিনা!), খবরের কাগজের মতোই দৈনিক সাদাকালো ও রবিবার রঙিন কমিক্‌স প্রকাশ করার চিন্তাভাবনা (চিন্তাভাবনা বলাটাই সবথেকে নিরাপদ হবে, দিনের ‘৪২’ ঘণ্টার মধ্যে কখন কী করতে হবে সেই পরিকল্পনা করতেই করতেই চব্বিশঘণ্টা কেটে যায়!) রয়েছে। তাই এবার থেকে দৈনিক(?) / প্রত্যহ(?) / নিয়মিত(?) সাদাকালো ও রবিবার(?) রঙিন কমিক্‌স প্রকাশের “‘বাঁশ’না” নিয়ে আজ থেকে সেকাজ করা শুরু হয়ে গেল, আর ডিসি-ডিসি বেশি হয়ে যাচ্ছিল বলে মার্ভেল অনুরাগীদের জন্য দ্য ইনক্রেডিব্‌ল্‌ হাল্ক (স্ট্যান লিল্যারি লিবার) দেওয়া হল (আর পক্ষপাতিত্বের অভিযোগ ওঠানো যাবে না!)। তাই কি? কেননা আগে একটা ডিসি ছিল, এবার থেকে দু’টো হবে, সুপারম্যান (জেরি সিগেলজো শুস্টার) এবং পুনর্মূষিক-ভব ব্যাটম্যান (বব কেন - সাদাকালো; রবিবার রঙিন)। আর কী, প্রার্থনা করা শুরু করে দিন এই অধম এবং ebongcomics-এর জন্য (পান থেকে চুন খসলেই—মানে, একটাদিন ‘শূন্যস্থান’ হলেই কেউ ছেড়ে কথা বলবে না!) আর হ্যাঁ, এই অধম ও ebongcomics-এর পক্ষ থেকে সবাইকে ইংরেজি(?) নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই, সবাই ভাল থাকবেন!

1 comment: